অবসান হলো সব প্রতীক্ষার। গাড়ি চলছে স্বপ্নের পদ্মা সেতুতে। সকালে নির্ধারিত সময়ের আগেই খুলে দেয়া হয়, সেতুর দুই প্রান্তের টোল প্লাজা। নিমিষেই পদ্মা পাড়ি দেয়ার সীমাহীন উচ্ছ্বাসে মাতেন, হাজারো মানুষ। সেতুর বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সেলফি তোলাসহ নেচে-গেয়ে উদযাপন করেন অনেকে। তবে, আইন মানাতে বিকেল থেকে অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।
সোমবার ২৭/০৬/২০২২, শনিবারের উদ্বোধনের পর থেকেই জনগন উল্লাশে মেতেছেন। রবিবারের পাদ্মা সেতু জনগনের জন্য উন্মুক্ত করার পর থেকে জনগন টোল দিয়ে জাতায়াত করছে কেও দলবেঁধে বা কেও নিজের মত করে । এতে দেখা গেছে টিক টকের অনেক আনাগোনা । এমন কি অনেকে ট্রাক ভাড়া করে পিকনিকও করতে আসেছে ।এছাড়াও পাদ্মা সেতু দেখতে আসেছেন থাইল্যান্ড ও স্কটল্যান্ড থেকে ।এতে অনেক সন্তুষ্ট জনক মনের ভাব প্রকাশ করেছেন মাওয়া ও জাজিরা প্রান্ত ছারাও পুর বাংলাদেশবাসি ।
প্রথমদিন নিয়ম মানছে না কেও । এতে স্থানীয়ও প্রশাসন বলেনঃ প্রথমদিন বলে একটু ছাড় দেওয়া হচ্ছে জনগন কে কিন্তু পরে থেকে কঠিন পদক্ষেপ নেয়াও হবে ।
|
Reporter: your friend.
0 মন্তব্যসমূহ